মদের ব্যবসায় শাহরুখ পুত্র আরিয়ান

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁকে নিয়ে যেমন চর্চা অব্যাহত, ঠিক তেমন ভাবে তাঁর পরিবারও থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বেশ কিছুদিন আগে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, শাহরুখ পুত্র আরিয়ান’কে নিয়ে। মাদক কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তিনি। পরে অবশ্য এই দাগ থেকে মুক্ত হন আরিয়ান।

শাহরুখের মতোই তাঁর পুত্র আরিয়ানেরও বহু অনুগামী। আরিয়ানের গ্ল্যামারে, সে ভবিষ্যতে বলিউডে ঝড় তুলবে এমন বিশ্বাস ছিল অনেকেরই। সে কথা সত্যি করে বলিউডে পা রাখছে আরিয়ান ঠিকই। তবে ক্যামেরার সামনে নয়, আরিয়ানকে দেখা যাবে পরিচালক হিসেবে। তবে শুধু পরিচালনায় বোধহয় ভরসা নেই কিং খান পুত্রের।

পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় মদ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গেই হাত মেলাতে চলেছেন তিনি। আরিয়ান এবং এবি ইনভেব মেকার্স ও ডিস্ট্রিবিউটর সংস্থা এবার থেকে একসঙ্গে কাজ করবেন। আরিয়ান খানের সংস্থার নাম ‘স্লাব ভেঞ্চারস’। এই দুই সংস্থা একসঙ্গে হাত মিলিয়ে প্রিমিয়াম ভডকা বিক্রি করবে ভারতে। এই ব্যবসার ভালো সুযোগ আছে ভারতে, এমনটাই মনে করেছেন শাহরুখ পুত্র।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube