
আজ বুধবার, ২৯শে মার্চ দিনটি রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ । শাসক-বিরোধী সকলেই আজ ছিল মহানগরীর রাজপথে । একাধিক রাজনৈতিক কর্মসূচী ছিল শহরের দিকে দিকে । তারই মাঝে শহিদ মিনারের সামনে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সভার প্রথম থেকেই দিল্লি নিয়ে সরব হয়েছিলেন অভিষেক ।
বললেন, অবমাননাকর মন্তব্যের জেরে রাহুল গান্ধীর যদি কারাবাসের সাজা হয়, সাংসদ পদ খারিজ হয়, তবে একই ধরনের মন্তব্যে কেন প্রধানমন্ত্রী বা রাজ্যের বিরোধী দলনেতার শাস্তি হবে না? শহিদ মিনারের সভাস্থল থেকে প্রশ্ন তুলেছেন শাসকদলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। নাম না করে কেন্দ্রের শাসকদলকে যেমন ‘দিল্লির দানব’ বলে কটাক্ষ করলেন, তেমনই প্রশ্ন তুললেন আদানি ইস্যুতেও। এমনকি রাহুল গান্ধী, কয়েকদিন আগে পর্যন্ত যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছিল রাজ্যের শাসকদল, সেই রাহুল গান্ধীর কথাই বারবার উঠে এল অভিষেকের বক্তব্যে। রাহুলের শাস্তি হলে কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, প্রশ্ন তুললেন অভিষেক?
শুধু নরেন্দ্র মোদীই নয়, অভিষেকের নিশানা থেকে বাদ গেলেন না শুভেন্দু অধিকারীও। রাহুলের ‘মোদী’ মন্তব্যের রায়কে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন অভিষেক।
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023
- দরজা খুলতেই চোখের সামনে চলছে ঝুলছে দেহ, খুন না আত্মহত্যা? - May 26, 2023