মঙ্গলবার রাজধানীতে মোদী-ট্রাম্প বৈঠক

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার নয়াদিল্লিতে শীর্ষ বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে দিতে পারে মঙ্গলবারের এই শীর্ষ বৈঠক। প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার ‌যাবেন নয়াদিল্লইর একটি সরকারি স্কুলে।

আহমেদাবাদ ও আগ্রা ঘুরে সোমবার সন্ধ্যেতেই ডোনাল্ড ট্রাম্প পৌঁছে গিয়েছিলেন নয়া দিল্লিতে। মঙ্গলবার রাজধানীতে ঠাসা কর্মসূচি মার্কিন প্রেসিডেন্টের। ‌যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখ‌যোগ্য নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক। বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু চুক্তি সই হতে পারে এই বৈঠকেই। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে আমেরিকা ও ভারতের ভূমিকা নিয়েও আলোচনা করবেন দুই শীর্ষপ্রধান। নয়াদিল্লিতে সোমবার রাতটা ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক কাটাবেন একটি পাঁচতারা হোটেলে। সোমবার তাঁর কর্মসূচি শুরু হবে রাষ্ট্রপতি ভবন থেকে। সকাল ১০টায় সেখানেই আনুষ্ঠানিক অভিবাদন জানানো হবে মার্কিন প্রেসিডেন্টকে। এরপর সকাল সাড়ে ১০টায় সস্ত্রীক রাজঘাটে ‌যাবেন ডোনাল্ড ট্রাম্প। শ্রদ্ধা জানাবেন মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। সেখানে একটি গাছের চারাও পুঁতবেন ট্রাম্প। সকাল ১১ টায় নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে শির্ষ বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী।

দুপুর ১২টা ৪০ মিনিটে সংবাদমাধ্যমের সামনে সই হওয়া চুক্তিগুলি একে অপরকে হস্তান্তর করবেন দু’দেশের আধিকারিকেরা। জারি হবে প্রেস বিবৃতিও। হায়দরাবাদ হাউসেই মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্টকে আপ্যায়ন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টায় দিল্লির মার্কিন দূতাবাসে ‌যাবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর একটি পাঁচতারা হোটেলে শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।সন্ধ্যে সাড়ে ৭ টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাইসিনা হিলসে বৈঠক করবেন ট্রাম্প। এরপরেই ১০টায় আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবেন ডোনাল্ড ট্রাম্প।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube