
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘ভ্যালেন্টাইন্স ডে’ বলে যে একটি দিন রয়েছে তা সাধারণত স্কুল জীবন থেকেই ছাত্রছাত্রীরা জেনে যায়। এই দিনটি প্রেম উদযাপনের দিন। আবার এই দিনটিতেই মনের মানুষ পাওয়া যায় এমন ধারণাও থাকে অনেকের মধ্যে।প্রেমের তো আর কোনও নির্দিষ্ট বয়স নেই। তাই ছাত্রছাত্রীরাও বন্ধু, প্রেমিক বা ক্রাশের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে যায়।এইখানেই আসে সমস্যা।
আমাদের বাঙালি পরিবারে বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবাকে জবাবদিহি করতেই হয়। এই দিনটিতে তাই স্কুল কলেজের প্রেম বিলাসীরা টিউশন ক্লাসের বাহানা দেয়।পড়াশোনার নাম করে পাড়ার পার্ক কিংবা ভিক্টোরিয়ায় তাদের উপস্থিতি দেখা যায়। এই বছর তাই সক্রিয় হয়েছেন শিক্ষকরা। বেশ কয়েকজন শিক্ষক সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছেন।মোটের উপর সকলের কথার সারমর্ম এই যে, ‘সকল অভিভাবককে জানানো হচ্ছে যে, ১৪ ফেব্রুয়ারি আমি কোনওরকম বিশেষ ক্লাস নেব না।বিশেষ ক্লাস সংক্রান্ত কোনও খবর যদি ছেলেমেয়েদের থেকে শুনে থাকেন তাহলে তা সত্য নয়।’ সামাজিক মাধ্যমে এই পোস্ট নিয়ে বেশ চর্চা চলছে। শিক্ষকেরা এই পোস্টের বেশ সমর্থন করছেন।তাঁরা বলছেন, দুষ্টু ছাত্রছাত্রীদের মিথ্যে বলে প্রেম দিবস পালনের সুযোগ না দিতে এই পোস্ট যথার্থ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023