‘ভ্যালেন্টাইন্স ডে তে বিশেষ ক্লাস নেই’ বিজ্ঞপ্তি শিক্ষকের

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘ভ্যালেন্টাইন্স ডে’ বলে যে একটি দিন রয়েছে তা সাধারণত স্কুল জীবন থেকেই ছাত্রছাত্রীরা জেনে যায়। এই দিনটি প্রেম উদযাপনের দিন। আবার এই দিনটিতেই মনের মানুষ পাওয়া যায় এমন ধারণাও থাকে অনেকের মধ্যে।প্রেমের তো আর কোনও নির্দিষ্ট বয়স নেই। তাই ছাত্রছাত্রীরাও বন্ধু, প্রেমিক বা ক্রাশের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে যায়।এইখানেই আসে সমস্যা।

আমাদের বাঙালি পরিবারে বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবাকে জবাবদিহি করতেই হয়। এই দিনটিতে তাই স্কুল কলেজের প্রেম বিলাসীরা টিউশন ক্লাসের বাহানা দেয়।পড়াশোনার নাম করে পাড়ার পার্ক কিংবা ভিক্টোরিয়ায় তাদের উপস্থিতি দেখা যায়। এই বছর তাই সক্রিয় হয়েছেন শিক্ষকরা।

বেশ কয়েকজন শিক্ষক সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছেন।মোটের উপর সকলের কথার সারমর্ম এই যে, ‘সকল অভিভাবককে জানানো হচ্ছে যে, ১৪ ফেব্রুয়ারি আমি কোনওরকম বিশেষ ক্লাস নেব না।বিশেষ ক্লাস সংক্রান্ত কোনও খবর যদি ছেলেমেয়েদের থেকে শুনে থাকেন তাহলে তা সত্য নয়।’

সামাজিক মাধ্যমে এই পোস্ট নিয়ে বেশ চর্চা চলছে। শিক্ষকেরা এই পোস্টের বেশ সমর্থন করছেন।তাঁরা বলছেন, দুষ্টু ছাত্রছাত্রীদের মিথ্যে বলে প্রেম দিবস পালনের সুযোগ না দিতে এই পোস্ট যথার্থ।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube