
নিউজটাইম ওয়েবডেস্ক : ভ্যালেন্টাইনস ডে’র দিন সকাল সকাল চমক দিলেন দেব। এদিন তাঁর ইনস্টাগ্রামে তিনি দর্শকদের দেখালেন এক নতুন ধরনের ‘কিশমিশ’। কিন্তু হঠাৎ করে ‘কিশমিশ’ কেন? দেবের কথায়, তিনি এবং দেব-রুক্মিণী এবার পুজোয় ভক্তদের ‘কিশমিশ’ উপহার দিতে চলেছেন।
কী শুনে অবাক হচ্ছেন তো? যদিও বৃহস্পতিবারই সোশ্যাল সাইটে দেব জানান, কিছুদিনের মধ্যেই রোমান্টিক কিছু খবর আসতে চলেছে। ওর সেই রোমান্টিক খবরটি তিনি প্রকাশ করলেন ভালোবাসা দিবসে। কিন্তু এই ‘কিশমিশ’ কী? দেব-রুক্মিণী পরবর্তী ছবি হল ‘কিশমিশ’। এই সিনেমাতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে। একদিকে দেব-রুক্মিণীর রোম্যান্স এবং অন্যদিকে হালকে কমেডি, সব মিলিয়ে যেন জমে ক্ষীর! ‘কিশমিশ’ ছবিটি পরিচালনা করছেন, রাহুল মুখোপাধ্যায়। কিন্তু এই ছবি দর্শকদের কাছে কতটা কিশমিশের মতো টকৃমিষ্টি হয়ে উঠতে পারবে তার জন্য এখন দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপাই নেই। তবে এই ছবির ঘোষনা করা হয়েছে এক অভিনব পদ্ধতিতে। এদিন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের তরফে অ্যানিমেটেড এক ভিডিও প্রকাশ করা হয়। বর্তমান প্রজন্মের কাছে প্রেমের নতুন সংজ্ঞা তুলে ধরতেই আসছে ‘কিশমিশ’। যা ধরাবাঁধা প্রেমের গল্প থেকে একেবারেই আলাদা। মে মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং। কলকাতা, উত্তরবঙ্গ এবং বিদেশে ছবির শ্যুটিং হবে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023