ভ্যালেনটাইন ডে’র উপহার, গনজালেসের হ্যাটট্রিকে বড়সড় জয় বাগানে

নিউজটাইম ওয়েবডেস্ক : ভ্যালেনটাইন ডেতে বড়সড় উপহার মোহনবাগানের। এদিন ৬-২ গোলে নেরকাকে হারাল মোহনবাগান। কল্যাণীতে নেরকার ৯০ মিনিটে বাগে আনার জন্য সবরকমের মসলাই মজুত ছিল। মোট ৮ টা গোল তো হলই। সঙ্গে ২ টি পেনাল্টি মিস, একটা লাল কার্ড ও একটা হ্যাটট্রিক হল। মোহনবাগান গোল করা শুরু করেছিল ১০ মিনিটে। ফ্রান গনজালেস খাতা খুললেন, তারপর মোরান্তে, ফের গনজালেস, বাবা দিওয়ারা, গনজালেসপ হ্যাটট্রিক ও শেষে সুপারসাব হিসাবে নেমে রামারিও জেসুরাজ। তাতেই জ্বলল গ্যালারিতে মোবাইল টর্চ।

মাঝে লাল কার্ড ম্যাচ ছেড়েছিলেন ধনচন্দ্র সিং। শেষ ৩০ মিনিটে ১০ জনের মোহনবাগানও গোল মিস না করলে ব্যবধান আরও বাড়ত। এদিনও ফের দারুন ছন্দে ফিরল গোটা দল। আশুতোশ মেহেতা থেকে তুরসোনভ, বেইটিয়া থেকে নওরেম। শেষ পরিবর্তে নেমে ব্রিটো। সকলেই প্রেম দিবসে একরাশ ভালোবাসা উপহার দিলেন মোহনবাগান সমর্থকদের। নেরকাকে হারিয়ে ২৯ পয়েন্টে পৌঁছাল কিবুর দল।  

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube