ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

নিউজটাইম ওয়েবডেস্ক : ভোররাতে পাথর বোঝাই লরির সাথে এক ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, গুরুতরভাবে আহত হয়েছেন আরও এক। শুক্রবার ভোর তিনটে নাগাদ ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৫৮ নং এশিয়ান হাইওয়ের ডিমডিমা চা-বাগানের কাছে।

সুত্রের খবর, বীরপাড়া থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি লরি। অন্যদিকে শিলিগুড়ির থেকে বিয়ের অনুষ্ঠান সেরে মোট ছয় জন ফিরছিলেন বীরপাড়ার দিকে। এরপরেই ডিমডিমা চা-বাগানের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট গাড়ির মধ্যে থাকা পাঁচ আরোহীর।  ঘটনায় গুরুতর জখম হন শিবু মন্ডল নামের এক ব্যক্তি। প্রথমে তাঁকে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে নিয়ে  ‌যাওয়া হয়। কিন্তু শৈরীরিক আবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে বীরপাড়া থানার পুলিশ।

মৃত ওই ৫ ব্যক্তির মধ্যে আশরাফ আলি(৩৫) এবং বরুন সরকার(৩৪) বীরপাড়া ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। এছাড়া বাকি তিনজন তথা মনোজ সাহ, মিঠুন দাস বিরবিটি কলোনীর বাসিন্দা  এবং  সঞ্জয় বিশ্বাস শান্তিনগর কলোনীর বাসিন্দা ।  ঘটনাস্থল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube