ভোডাফোন ও আইডিয়া-র নাম বদলে হবে Vi

নিউজটাইম ওয়েবডেস্ক : তিন বছর আগে মার্জারের সিদ্ধান্ত নিয়েছিল ভোডাফোন ও আইডিয়া। কিন্তু মেলেনি আশানুরূপ সাড়া। ক্রমশই কমছে গ্রাহক, জিও-র ঠেলায় কোণঠাসা এই সংস্থা। এবার নিজেদের রিব্র্যান্ড করার সিদ্ধান্ত ভোডাফোন আইডিয়া। নয়া ব্র্যান্ডের নাম হবে Vi (উচ্চারণ We). 

ক্রমশ ধুঁকতে থাকা এই সংস্থা ২৫ হাজার কোটি টাকা বাজার থেকে ওঠানোর পরিকল্পনা করেছে। এজিআরের দায় বাবদ ৫০ হাজার কোটি টাকা চোকাতে হবে সংস্থাকে। যদিও সুপ্রিম কোর্ট এই টাকা দেওয়ার জন্য দশ বছরের সময় দিয়েছে। 

এদিন ব্রিটেনের ভোডোফোন ও ভারতে আইডিয়ার এই যৌথ ব্যবসা জানায় যে পুরনো নাম ছেড়ে নয়া রূপে আত্মপ্রকাশ করবে Vi. ভোডাফোনের সিইও নিক রিড জানান যে উন্নততর নেটওয়ার্ক, গ্রাহক পরিষেবা ও ভালো প্রডাক্ট দেওয়ার চেষ্টা করবে Vi. 

এই আনুষ্ঠানিক ঘোষণার আগে ভোডাফোন আইডিয়ার সিইও রবীন্দ্র টক্কর জানান যে মার্চ ২০২২-এ ফের সরকারকে মোটা টাকা জমা দিতে হবে। তার আগে শুল্ক বৃদ্ধি করার কথা ভাবা হচ্ছে। 

সামগ্রিক ভাবে এজিআরের রাজস্ব বাবদ যে টাকা টেলিকম সংস্থাগুলিকে দিতে হবে, সেটা গ্রাহকদের থেকেই উঠিয়ে নেওয়ার তালে আছে তারা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube