
নিউজটাইম ওয়েবডেস্ক : বেশি টাকা দিলে ভালো পরিষেবা ও দ্রুত স্পিড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিস ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল। কিন্তু বিধি ভঙ্গের দায়ে সেই সংক্রান্ত প্ল্যান বন্ধ করে দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ।
এয়ারটেলের প্ল্যাটিনাম ও ভোডোফোন আইডিয়ার রেডএক্স প্ল্যানগুলিকে ব্লক করে দিয়েছে। ট্রাই বলেছে এই প্ল্যানগুলি পরিষেবা নিয়ম ভঙ্গ করে। যারা বর্তমানে গ্রাহক তাদের স্বার্থের পরিপন্থী বলেই এক ট্রাই কর্তা জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের বিজনেস সম্পর্কিত দৈনিক মিন্ট-কে। ট্রাই কর্তার দাবি নতুন প্ল্যানেও গ্রাহকরা ঠিক কী কী উন্নত পরিষেবা পাবেন, সেটাও স্পষ্ট নয়। তবে এক টেলিকম বিশেষজ্ঞ মিন্টকে জানিয়েছে যে নেট নিউট্রালিটির নিয়ম এই প্ল্যানগুলি ভঙ্গ করে না কারণ বেশি পয়সায় ভালো পরিষেবা দেওয়ার মধ্যে কোনও ভুল নেই। এয়ারটেলের তরফ থেকে বলা হয়েছে যে তারা সবসময় পোস্টপেড গ্রাহকদের জন্য উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। চলতি মাসেই পোস্টপেড গ্রাহক যারা ৪৯৯ টাকা বা তার বেশি খরচ করছেন মাসে, তাদের জন্য প্রায়োরিটি ৪জি নেটওয়ার্ক শুরু করার কথা জানায় এয়ারটেল। এর ফলে ডেটা স্পিড আরো বেশি হবে বলে জানিয়েছিল সংস্থা যাতে ওয়ার্ক ফ্রম হোম করতে সুবিধা হয়। অন্যদিকে পোস্টপেড গ্রাহকদের জন্য গত নভেম্বরে RedX প্ল্যান চালু করে ভোডাফোন-আইডিয়া। এতে ৯৯৯ টাকায় ৫০ শতাংশ বেশি স্পিড দেওয়ার কথা বলেছিল সংস্থা। এরপর মে মাসে আরও ১০০ টাকা বাড়ে এই প্যাকের দাম। এবার ট্রাইয়ের কলমের খোঁচায় বন্ধ হয়ে গেল এই দুই প্যাক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022