
নিউজটাইম ওয়েবডেস্ক : চলছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহনের পালা। এরইমধ্যে ভোটের লাইনে দাঁড়িয়েই এবার এক ব্যক্তিকে চড় মারতে উদ্যত হলেন কংগ্রেস নেত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লির মজনু কা টিলা-র একটি বুথে। ওই কংগ্রেস নেত্রীর চড় মারতে যাওয়ার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, অলকা লাম্বা নামে কংগ্রেসর ওই নেত্রী সকালে ভোট দেওয়ার জন্য আসেন। তখনই তাঁকে দেখে চিৎকার করতে থাকেন এক আপ সমর্থক ব্যক্তি। তখনই রাগেমেগে এগিয়ে যান ওই ব্যক্তির দিকে। এর পরেই তাঁকে চড় মারতে উদ্যত হন তিনি। কিন্তু ঠিক সময় সরে যেন ওই ব্যক্তি। ঘটনার পরেই পুলিস ওই ব্যক্তিকে সরিয়ে যাওয়ার চেষ্টা করলে আপ সমর্থকরা গিয়ে পুলশকে ঘিরে ধরে। এনিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে বেধে যায় ধুন্ধুমার।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023