
নিউজটাইম ওয়েবডেস্ক : মাঝে আর মাত্র একটা দিন। আগামী পরশু দিনই ভোট দিল্লিতে। সুতরাং এখন সম্মুখ সমরে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলি। তাই দিল্লি নির্বাচনের শেষ বেলায় ফের মোদীকে আক্রমন করলেন রাহুল গান্ধী। এদিন নির্বাচন প্রচারে গিয়ে মোদীকে ‘লাঠিপেটা’ করার কথা বললেন তিনি।
এর আগে দিল্লি নির্বাচনের প্রচারে গিয়ে একাধিক বিজেপি নেতা রাহুল গান্ধীকে আক্রমন করেছিলেন। তাঁদের কথায়, ‘রাহুল গান্ধী গোটা দেশকে শহিনবাগ বানিয়ে দিতে চাইছেন’। এদিন নিজের আক্রমনের পাল্টা জবাবে রাহুল গান্ধী বলেন, ‘ প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না। যুব সমাজ তাঁকে লাঠি পেটা করবে আর তাঁকে বুঝিয়ে দেবে যে এই দেশ এগিয়ে যেতে পারবেন না চাকরীর সুযোগ না বাড়ালে।’ তবে এটাই প্রথম নয়, এর আগেও বহুবার মোদী সরকারকে আক্রমন শানিয়েছেন রাহুল। সম্প্রতি সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের পেশ হওয়া বাজেটকে তিনি ‘ফাঁকা আওয়াজ’ বলেও মন্তব্য করেছেন। একই সাথে দেশে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও মোদী সরকারকে তোপ দেগেছেন রাহুল গান্ধী।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023