
নিউজটাইম ওয়েবডেস্ক : পুরভোটের দিনক্ষণ পিছানোর দাবিতে নিবার্চন কমিশনকে অনুরোধ জানিয়োছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তার জেরেই এবার মুকুলকে আক্রমন শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘লাস্ট বয়’ রাই সবসময় অভিযোগ করেন।
বৃহস্পতিবার মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। এদিনর বৈঠকে নিজেদের যুক্তি তুলে ধরে তাঁরা বলেন, কমিশনের নিয়ম অনুসারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে ২৪ দিন সময় দিতে হয়। মুকুলের কথায়, আদালতের নির্দেশ, পরীক্ষার্থীদের সমস্যা করে ভোটের প্রচার করা যাবেনা। কিন্তু ৩০ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। তাছাড়া নিয়ম অনুসারে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়, যার ফলে মাত্র ১০ দিন থেকছে প্রচারের জন্য। কিন্তু এত কম দিনে ভোটের প্রচার সম্ভব নয়। এদিন বৈঠক থেকে বেরিয়ে মুকুল বলেন, ”৩০ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে ২৪ দিন সময় দিতে হবে। সেক্ষেত্রে কোনওভাবেই ১২ এপ্রিল ভোটগ্রহণ সম্ভব নয়। আর হাইকোর্টের নির্দেশও মাথায় রাখতে হবে। ২৪ এপ্রিলের আগে কোনওভাবেই ভোট সম্ভব নয়।” এর পরেই মুকুলকে আক্রমন শানান ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “পুরভোটে যারা পিছিয়ে থাকে, যারা পাস করতে পারে না, তারাই ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানায়। আমরা ভাল ছাত্র। সারা বছর পড়ি। তাই ভয় পাই না। ওরা লাস্ট বয় তাই এত কমপ্লেইন।” সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “ভোটের দিন কিভাবে জানল বিজেপি? যেখানে আমি মন্ত্রী হয়েও জানতে পারলামনা।”Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023