বিরল ঘটনা!ভেন্টিলেশনে থেকে সন্তান প্রসব, ‘আন্তর্জাতিক মহিলা দিবস’এ মায়ের সংগ্রাম

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অভয় নাগ ।।

ভেন্টিলেশনে থেকে সন্তানের জন্ম দিলেন মা। বিরল এই ঘটনা ঘটল বাস্তবে। অন্তঃসত্বা অবস্থায় গুরুতর শ্বাসকষ্ট  নিয়ে এক মহিলা ভর্তি হয় বারাসাত মেডিকেল কলেজে। গত পয়লা মার্চ শ্বাসকষ্ট, খিচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে পাঠানো হয় চিকিৎসার জন্য। ভেন্টিলেশনে থাকা অবস্থায় ইউএসজি মেশিন সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করে দেখেন যে পেটের ভেতরে থাকা বাচ্চাটি বেঁচে আছে। তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন দ্রুত অস্ত্র প্রচার করা প্রয়োজন।

ওই দিনই পরিবারের সম্মতি নিয়ে রীতা সাহার সিজার করা হয়। ভেন্টিলেশনে  থাকা কোন পেশেন্ট এইভাবে তাকে আবার অজ্ঞান করে সিজার করা এই ঘটনা পশ্চিমবঙ্গের আগে কখনও  ঘটেনি। অন্তঃসত্বা মহিলা কে অজ্ঞান করিয়া সিজার করে ছেলে শিশু র জন্ম হয়। এই বিরল ঘটনা পশ্চিমবঙ্গের আগে কখনো ঘটেনি বলে দাবি বারাসাত মেডিকেল কলেজের।

ছেলে শিশু হয়েছে যার ওজন হয় ১৬০০ গ্রাম. মা ও শিশু দুজনেই ভালো আছে। আজ তাদের বারাসাত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।। বারাসাত মেডিকেল কলেজের সুপার সুব্রত মন্ডল দাবি করেন এটি একটি বিরল  ঘটনা এর আগে কখনো ঘটে নি ।পরিবারের লোক সেই সময় আর জি কর  হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তাতে বিপদ বাড়তে পারত সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই  উদ্যোগ নিয়ে এই অন্তঃসত্বা  মহিলার সিজার করে। মা ও শিশু  দুজনেই আপাতত সুস্থ বলে দাবী চিকিৎসকের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube