ভূবনেশ্বরে আজ মুখোমুখি হচ্ছেন অমিত-মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক :

দিল্লির পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এরই মধ্যে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অগে থেকেই এদিন বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতই এদিন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক বসতে চলেছে। মমতা বন্দোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের নীতীশ কুমার ও ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ছাড়াও এই বৈঠকে রাজধানীর অশান্তি নিয়ে কোন আলোচনা হবে কি না তা নিয়ে এখনও কিছু জানা ‌যায়নি। তবে এই বৈঠকে ‌যে সকলের ফোকাসে থাকবেন অমিত-মমতা, তা আর বলের অপেক্ষা রাখেনা।

এর আগে সাংবিধানিক ও প্রশাসনিক সৌজন্য রক্ষার স্বার্থে অমিত শাহের সাথে দেখা করেন এমনকি টেলিফোনে কথাও বলেন মমতা। কিন্তু এবার জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রথমবার প্রশাসনিক প্রয়োজনে অমিতের মুখোমুখি হচ্ছেন মমতা।

প্রতিবছরই ঝাড়খন্ড, বিহার, ওডিশা ও পশ্চিমবঙ্গের জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। গত বছর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে নবান্নে এই বৈঠক হয়। তবে এবার এই বৈঠক হতে চলেছে ভুবনেশ্বরে। এই বৈঠকে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানানো হয়। ‌যাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২৫ জানুয়ারি এই বৈঠকের স্বার্থে ভুবনেশ্বর পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়৷

তবে এদিনের বৈঠকে মমতার ‌যোগদানকে একপ্রকার আক্রমণ করেছেন মহম্মদ সেলিম। তাঁর কথায়, ”দিদিকে বলতে বলে লাভ নেই। দিদি কিছু বলবেন না। পক্ষ নিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী এনিয়ে চিন্তিত নন। নিজের অবস্থান বাঁচাতে ব্যস্ত উনি।”

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube