নিউজটাইম ওয়েবডেস্ক :
ভুয়ো
নিয়োগপত্র নিয়ে কল্যাণী এইমস’এ(AIIMS)অস্থায়ী
পদে যোগ দিতে এসে
কর্তৃপক্ষের হাতে ধরা পরল
২ যুবক। এরপর
কল্যানী থানার পুলিশকে খবর
দিলে পুলিশ তাদেরকে আটক
করে নিয়ে যায়।
জানা গিয়েছে, প্রভাস টিকাদার ও
আকাশ বিশ্বাস একটি নিয়োগপত্র নিয়ে
কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে
গেলে, তখনই নজরে আসে
তাদের। এরপরে যাচাই করে
দেখা যায় সেটি পুরো
ভুয়ো কাগজ।
পুলিশ
তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।কীভাবে কত টাকা লেনদেনের
ফলে এই কাজ হয়েছে
তা জানার চেষ্টা করছে। কয়েক
মাস আগে এই কল্যাণী
এইমস’এ(AIIMS)নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল
বিজেপির দুই বিধায়ক বঙ্কিম
ঘোষ এর পুত্রবধূ ও
নীলাদ্রি শেখর দানা। তার
মেয়েকে এইমস’এ (AIIMS) চাকরি দেওয়া নিয়ে তদন্ত ইতিমধ্যেই
চালাচ্ছে সিআইডি।