
নিউজটাইম ওয়েবডেস্ক : হঠাৎ করেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ১ লক্ষ পর্যন্ত টাকা। কিন্তু কোথা থেকে আসছে এত টাকা তা জানেননা কেউই। এমনকি তা জানতে কারোর মধ্যে কোনরকম আগ্রহও নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢোকার পর থেকেই তা লাইন দিয়ে তুলতে ব্যস্ত হয়েছেন গ্রাহকেরা।
ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের নায়ারহাটের করোলা এলাকার একটি ব্যঙ্কে। এই এলাকার সমস্ত বাসিন্দারাই আর্থিক ভাবে দুর্বল। তাই হঠাৎ করে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকায় একদিকে যেমন হকচকিয়ে যান, তেমনই মনে মনে বেশ খুশিও হন। জানা গিয়েছে, বুধবার রাতে হঠাৎ করেই ওই এলাকার বেশ কিছু বাসিন্দাদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসে। মেসেজ দেখে বোঝা যায় কারো অ্যকাউন্টে ঢুকেছে ১০ হাজার, কারও ২০, কারও ৫০ তো কারও এক লক্ষ। এরপরে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাঙ্কের সামনে ভিড় করে টাকা তুলতে লাইনে দাঁড়ায় ওই এলাকার মানুষজন। অনেকে আবার পাশবুক আপ-টু-ডেট করে জেনে নেন সত্যি তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কী না। এদিন এমনও অনেকেই ব্যাঙ্কে আসেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাঁদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেও কোন উত্তর মেলেনি। প্রশাসনিক আধিকারিকদের মুখেও কুলুপ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের তরফে জানানো হয়েছেষ সরকারোর তরফে এর মধ্যে কোন প্রকল্পের টাকাও দেওয়া হয়নি। তাই কোথা থেকে এল এত টাকা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023