
অশোকনগরের এক তরুণীকে ইভেন্টের কাজের নাম করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে । সামাজিক মাধ্যমে ফাঁদ পেতে তরুণীকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও ওঠে এই যুবকের বিরুদ্ধে । গত ১৭ তারিখ তরুণীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ । পাটনা থেকে উদ্ধার করা হয় অশোকনগরের সেই তরুণীকে ।
২১ বছর বয়সী অভিযুক্ত সেই যুবকের নাম দেবজিৎ দাস ওরফে বাবাই । অশোকনগর থানার বিশেষ চারজনের দল গিয়ে পাটনার রামকৃষ্ণনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্তকে । ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হয় অশোকনগরে ।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেই তরুণীকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল । ভিন রাজ্য থেকে বিশেষ দল গিয়ে উদ্ধার করে তরুণীকে অভিযুক্তকেও, গ্রেফতার করে নিয়ে আসা হয় । নির্যাতিতা তরুণী জানান, সে পেশায় ডান্সার । আর্থিক স্বচ্ছলতা না থাকায় ইভেন্টের কাজে মাসিক চুক্তির ভিত্তিতে তাকে নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে । এরপরই, উপার্জনের জন্য ভিন রাজ্যে গেলেও তাকে আটকে রাখার অভিযোগ সহ মারধর করার অভিযোগও ওঠে ওই যুবকের বিরুদ্ধে । তরুণী জানায়, ঘরে আটকে রেখে অত্যাচারের পাশাপাশি জোর করে নেশা করানো হতো তাঁকে । কোনও রকমে প্রাণ বাঁচাতে বাড়িতে খবর দেয় সে । এরপরই অশোকনগর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তরুণীকে । এদিন অভিযুক্তকে বারাসতে পাঠানো হয় ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023