
নিউজটাইম ওয়েবডেস্ক : সিএএ প্রতিবাদ থেকে পরিযায়ীদের ঘরে ফেরা ইস্যু- তৃণমূল সরকারের অবস্থানকে চরম কটাক্ষ করেছেন অমিত শাহ। জানিয়েছেন, মোদী সরকারের উন্নয়ন প্রকল্পের বিরোধীতাই আগামীতে মমতা সরকারের এক্সিট রুট হবে। জনসংবাদ র্যালি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারিকে ‘স্বপ্ন’ বলে দাবি করেছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের ভূখণ্ড থেকে কবে চিনা সেনা সরবে- সেই প্রশ্ন তুলে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের জবাব দাবি করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। ক্ষমতায় এলে রাজ্যের সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করে ‘সোনার বাংলা’ গঠনের ডাক দিয়েছেন শাহ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গ তুলে দলের টুইটার হ্যান্ডেলে শাহের আশ্বাসকে কটাক্ষ করেছে তৃণমূল। ‘বাংলার মানুষ অন্ধ নয়, ফাঁদে পা দেবেন না’ বলে জানিয়েছেন সাংসদ নুসরত জাহান।

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022