ভার্চুয়াল র‌্যালি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিকে ‘স্বপ্ন’ বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : সিএএ প্রতিবাদ থেকে পরিযায়ীদের ঘরে ফেরা ইস্যু- তৃণমূল সরকারের অবস্থানকে চরম কটাক্ষ করেছেন অমিত শাহ। জানিয়েছেন, মোদী সরকারের উন্নয়ন প্রকল্পের বিরোধীতাই আগামীতে মমতা সরকারের এক্সিট রুট হবে। জনসংবাদ র‌্যালি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারিকে ‘স্বপ্ন’ বলে দাবি করেছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের ভূখণ্ড থেকে কবে চিনা সেনা সরবে- সেই প্রশ্ন তুলে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের জবাব দাবি করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। ক্ষমতায় এলে রাজ্যের সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করে ‘সোনার বাংলা’ গঠনের ডাক দিয়েছেন শাহ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গ তুলে দলের টুইটার হ্যান্ডেলে শাহের আশ্বাসকে কটাক্ষ করেছে তৃণমূল। ‘বাংলার মানুষ অন্ধ নয়, ফাঁদে পা দেবেন না’ বলে জানিয়েছেন সাংসদ নুসরত জাহান।

টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বক্তব্যে কোনও নতুনত্ব নেই। গোটাটাই আসঙ্কার সর্বস্ব ও ভিত্তিহীন। বাংলা থেকে তৃণমূলের প্রস্থানের (এক্সিট) স্বপ্ন দেখছেন তিনি। আরও একবার আমি ওনার কাছে জানতে চাই- আমাদের ভূখন্ড থেকে কবে চিনা সেনারা সরবে।’

‘বাংলার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। তিনি কি মনে পারছেন না যে, তাঁর সামনেই তাঁর লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। সেই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ শাহকে কটাক্ষ তৃণমূলের।

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube