
।। স্বর্ণালী মান্না ।।
তিন দিনের সফরে সোমবার ভারতে এলেন ভুটানের রাজা জিগ্মে খেসার ওয়াংচুক । বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন এদেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । টুইট করে জয়শঙ্কর জানান ওয়াংচুকের এই ভারত-সফর দু-দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে ।
জিগ্মে খেসার ওয়াংচুকের সাথে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা ।তিন দিনের এই সফরে ওয়াংচুক দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মূরমুর সঙ্গে ।
ভুটানের অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি জানান ভারতের কাছে দু-দেশের মধ্যে এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ । এর পাশাপাশি তিনি জানা এই বছর ভুটান “লীস্ট ডেভেলপড কান্ট্রিজ”-এর তালিকা থেকে বেরোতে সক্ষম হবে । ২০৩৪ এর মধ্যে শুরু হবে তাদের “হাই ইনকাম ইকনমির” দিকে যাত্রা ।
করোনার সময় ভারতে সর্বপ্রথম ভুটানকে সাহায্য করেছিল । সময় মতো পাঠিয়ে দিয়েছিল চিকিৎসার সরঞ্জাম । এর পাশাপাশি ভারতে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনও ভুটানে পাঠিয়েছিল ভারত । এছাড়াও বানিজ্যিক ক্ষেত্রেও ভারতের সাথে ভুটানের সুসম্পর্ক রয়েছে ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023