ভারত সফরেরে আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ‘বাহুবলী’ ট্রাম্পের ভিডিও
3 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার প্রথমবারের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাঁর আগমনে যেন নতুন করে সেজে উঠেছে এই দেশ। তবে শুধু ভারতই নয় মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে ব্যপক উৎসাহীত খোদ ট্রাম্প। কিন্তু এই ভারত সফরের প্রাক্কালে বাহুবলীর সঙ্গে নিজের তুলনা টেনে টুইটারে একটি ভিডিও রিটুইট করেছেন ট্রাম্প। বাহুবলী টু: দ্য কনক্লুশনের রূপান্তরিত এই ভিডিওতে অমরেন্দ্র বাহুবলীর মুখের উপর সুপার ইম্পোজ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখ।
ট্রাম্পের এই ভিডিওটি সোল নামের একটি আনঅফিশিয়্যাল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখান থেকেই পোস্টটি রিট্যুইট করেন ট্রাম্প। সেই সঙ্গে ভিডিওটির ক্যাপশন তিনি লেখেন, ‘ভারতে আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আমি দারুণ উৎসাহী।’
ট্যুইট করা ওই ভিডিওটিতে একদিকে যেমন ব্যাকগ্রাউন্ডে চলছে ‘জিয়ো রে বাহুবলী’ গান, অন্যদিকে তেমনি দেখা যাচ্ছে ট্রাম্পের সুপার ইম্পোজ করা মুখ। তিনি এখানে অমরেন্দ্র বাহুবলীর ভূমিকায় অবতীর্ণ। শিবগামীর ভূমিকায় রয়েছেন মেলানিয়া ট্রাম্প। একইসাথে ভিডিওটিতে দেখা মিলেছে ট্রাম্পের পুত্র ডোনাল্ড জুনিয়র ও কন্যা ইভাঙ্কারও।
এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপার ইম্পোজ করা মুখ, এবং সঙ্গে তাঁর স্ত্রী যশোদাবেন। তাঁরা ‘বাহুবলী’ ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন । ট্রাম্প শেয়ার করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিও।