
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারত নেপাল সীমান্ত খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ তম ব্যাটেলিয়ানের রামধনজোত ও ভাতগাও হেট কোয়ার্টারে এসএসবির জওয়ানরা। এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে মোট ৩২ মহিষ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা ৬ জনকে আটক করে খড়িবাতি থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায়।
পুলিস জানিয়েছেন ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুশিত আলম, পাপ্পু কুমার, মিনটু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম, ফনি রায়। এদের মধ্যে প্রথম চারজন বিহারের বাসিন্দা। মহম্মদ রফিকুল আসামের মুড়িগাও এলাকার বাসিন্দা। এবং পুলিস কর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত ,আলিপুরদুয়ারের বাসিন্দা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023