ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল যাদবপুরের সি এ এ বিরোধী পোলিশ ছাত্রকে

নিউজটাইম ওয়েবডেস্ক : সিএএ বিরোধী মিছিলে অংশ নেওয়ায় এবার বিপদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পোলিশ পড়ুয়াকে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

কামিল শেদচিনস্কি নামের ওই পোলিশ ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের পড়ুয়া বলে জানা গিয়েছে। যদিও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি ওই পড়ুয়া। আগামী ১৫ দিনের মধ্যে কামিলকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই এ ব্যাপারে তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে খবর।

এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  সাহিত্য বিভাগের অধ্যাপক সায়ন্তন দাশগুপ্ত জানান,এটা খুবই দুর্ভাগ্যের যে কামিলের মতো একজন কৃতী পড়ুয়াকে ভারত ছাড়তে হচ্ছে। বাংলা সাহিত্যের এই পড়ুয়ার জন্য দু:খ প্রকাশ করেন তিনি। বাংলা ভাষাকে খুব ভালবেসেছিল। এটা বড় ক্ষতি হল।

উল্লেখ্য, কিছুদিন আগেই ঠিক একই অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি পড়ুয়াকেও ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস । কলকাতায় সরকার বিরোধী কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশি পড়ুয়াকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আন্দোলনে শামিল হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারাও। পড়ুয়াদের সেই প্রতিবাদেই যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে বিশ্বভারতীতে পড়তে আসা আফসারা অনীকা মীম। যার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট-ও করেছিলেন ওই পড়ুয়া।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube