
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্য়েই বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ছে ভারত-চিন সীমান্তে। এই পরিস্থিতিতে ফের মোদী সরকারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কথায়, সীমান্তে ঠিক কী চলছে তা যেন দেশবাসীকে জানায় সরকার। সীমান্তের পরিস্থিতি কোনভাবে চেপে যাওয়া উচিত নয় বলেও এদিন সুর চড়িয়েছেন তিনি।
লাদাখে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’-নিয়ে চিন-ভারতের মধ্য়ে বিবাদ বেড়েই চলেছে। কিন্তু এখনও পর্যন্ত সেবিষয়ে দেশবাসীকে খোলসা করে কিছু জানায়নি কেন্দ্র সরকার। এবার সেবিষয়েই মুখ খুললেন রাহুল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি ট্যুইট করে তিনি লেখেন, ‘ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে সরকার নীরব। এই নীরবতা বড় কোনও বিপদের ইঙ্গিত দিচ্ছে না তো?’ একইসাথে সীমান্তে কা ঘটছে তা দেশবাসীর জানা দরকার বলেও তিনি মন্তব্য করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তের পরিস্থিতি ঠিক কী তা কেন্দ্রীয় সরকার দেশবাসীকে পরিষ্কার করে বলুক। লাদাখ নিয়ে কী ভাবছে কেন্দ্র? বিশদে তা জানিয়ে স্বচ্ছতা বজায় রাখা উচিত মোদী সরকারের।’Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023