
নিউজটাইম ওয়েবডেস্ক : ৪৫ বছর পর ফের মুখোমুখি সংঘর্ষে ভারত ও চিন। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ২০ জন ভারতীয় সেনার। সোমবার রাতে পীর্ব লাদাকের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের শুরু হয় ভারত ও চিনের মধ্যে। প্রাথমিক ভাবে ৩ জন সেনার মৃত্যুর কথা জানালেও, সোমবার রাতে বিবৃতিতে জানানো হয় ১৭ জন সেনা গুরুতর আহত ছিলেন এবং প্রচন্ড ঠান্ডায় তাদের মৃত্যু হয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে মৃত্যু হয়েছে চিনা সেনারও। প্রাথমিক ভাবে এই সংক্যা ৫ জানালেও, পরে এএনআইয়ের তরফ থেকে জানানো হয় ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে এবং চিনা হেলিকপ্টার তাঁদের নিয়ন্ত্রণ রেখার এইপার থেকে তুলে নিয়ে গেছেন। চিনের তরফ থেকে সোমবার রাত পর্যন্ত কোনো বিবৃতি না পাওয়া গেলেও, চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় প্ররোচনায় হামলা হয়েছে সীমান্তে। এমনকি সে দেশের সরকারি সংবাদপত্রের টুইটার অ্যাকাউন্টে সেনা মৃত্যুর কথাও জানানো হয়েছে। প্রাথমিক ভাবে যে তিনজন সেনার মৃত্যুর খবর আসে, তাঁরা ছিলেন কর্নেল বি সন্তোষ বাবু, হাবিলদার কে পাঝানি, ও কুন্দন ওঝা। সেনা সূত্রে বলা হয়, এই দিন সংঘর্ষে কোনো রকম গোলা গুলি চলেনি, দুই দেশের সেনার মধ্যে মূলত রড ও পাথর নিয়ে সংঘর্ষ হয়। তবে এই খন্ডযুদ্ধেও এত সংখ্যক সেনার মৃত্যু কিভাবে হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022