
।। স্বর্ণালী মান্না ।।
রণক্ষেত্র হয়ে রয়েছে সুদান ।এরই মধ্যে “অপারেশন কাবেরি”র একটি বিমান ২৪৬ জন যাত্রী নিয়ে মুম্বাইয়ে পৌছয় বৃহস্পতিবার । একটি টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান অপারেশন কাবেরির আরও একটি বিমান মুম্বাই পৌঁছেছে, ২৪৬ জন ভারতীয় নিজের মাতৃভূমিতে ফিরেছেন ।
এর আগে ১২৮ জন ভারতীয়দের নিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান সি-১৩০জে সৌদি আরবের জেড্ডাতে পৌছয় বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ।এর পাশাপাশি তিনি আরও জানান সকল ভারতীয়দের দ্রুত ভারতে পাঠানর ব্যবস্থা নেওয়া হচ্ছে । তিনি নিজে জেড্ডাতে ভারতীয়দের স্বাগত জানান । তাঁর সাথে ছিলেন সরকারি আধিকারকরাও ।
এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ১১০০ জন মানুষকে তাঁরা সুদান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ।
Latest posts by swarnali manna (see all)
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023