
নিউজটাইম ওয়েবডেস্ক : লাগাতার দৈনিক রেকর্ড সংক্রমণের ধারায় ছেদ পড়ল সোমবার। তবে সেই সংখ্যাটা খুব একটা কমেনি। বরং টানা তিনদিন দেশে ১১,০০০-এর বেশি করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩৩২,৪২৪। তাঁদের মধ্য়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১,৫০২।পাশাপাশি জুনের প্রথম ১৫ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা ১৪১,৮৮৯ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪,১২৬ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনের মারা গিয়েছেন। ফলে আপাতত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৫২০। অন্যদিকে, ভারতে ১৬৯,৭৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের বিচারে তা ৫১ ছাড়িয়ে গিয়েছে। জুনের পয়লা তারিখ থেকে সুস্থ হয়েছেন ৭৭,৯৭৯ জন। পাশাপাশি সক্রিয় করোনা আক্রান্তের সঙ্গে সুস্থ রোগীর ব্যবধান ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় রোগীর তুলনায় ১৬,৬৯১ জন বেশি সুস্থ হয়ে উঠেছেন। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১১,০৮৭। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। তবে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022