
নিউজটাইম ওয়েবডেস্ক : দু’দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রায় এক লাখ মানুষ। তার জেরে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩৬,৮৬১। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮,৯১৬ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যদিও তা শুক্রবার রেকর্ড বৃদ্ধির তুলনায় খানিকটা কম। বৃ্হস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ৪৯,৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। জুলাইয়ের ছবিটা অবশ্য ক্রমশ খারাপ হচ্ছে। চলতি মাসের প্রথম ২৫ দিনেই ৭৫১,৩৬৮ জন আক্রান্তের হদিশ মিলেছে। তা থেকেই স্পষ্ট ভারতে করোনার প্রকোপ কীভাবে বেড়েছে। করোনায় মৃত্যুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। শুক্রবারের থেকে মৃতের সংখ্যা অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৫৭ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,৩৫৮। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩২,২২৩ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। শনিবার সকাল পর্যন্ত ভারতে ৮৪৯,৪৩১ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তর ফলে শুক্রবারের তুলনায় সুস্থতার হার ০.০৭ শতাংশ বেড়ে হয়েছে ৬৫.৫৩ শতাংশ। তবে সুস্থ রোগীর তুলনায় দৈনিক আক্রান্ত বেশি হওয়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ভারতে আপাতত সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫৬,০৭১।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022