ভারতে করোনা আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থতার হার, স্বস্তির নিঃশ্বাস বিশেষজ্ঞদের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে এখনও হিমসিম খেতে হচ্ছে বিশ্ববাসীকে। এদিকে ভারতেও দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্য়ায় প্রতিদিনই এদেশে রেকর্ড গড়ছে আক্রান্তের সংখ্যা। তবে বিশেষজ্ঞদের মত, এখনও এদেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আর তার থেকেও বড় আশার খবর হল, ভারতে করোনা আক্রান্তের তুলনায় মৃতের হার অনেক কম। এক কথায় বলা যায় ভারতের মতো উন্নয়নশীল দেশে করোনা যোদ্ধাদের সংখ্যা অনেকখানি বেশি। 

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯। এদিন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১০২। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় কোভিড টেস্ট করা হচ্ছে ৩৬৭০ জনের। গত সপ্তাহে গড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫২৯ জন। অন্যদিকে এই মারণ ভাইরাসের সাথে লড়াই চালিয়ে প্রতিদিন সুস্থ হয়ে উঠেছেন গড়ে ৫,৩৯৭ জন। আর ঠিক সেকারনেই করোনার অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার অনেক বেড়ে যায়। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৫ জন। করোনা টেস্টের সংখ্যা আগের তুলনায় বহুগুন বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একইসাথে এই ভাইরাস নিয়ে খুব একটা উদ্বের কারন নেই বলে জানিয়য়েছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ রুখতে স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube