
নিউজটাইম ওয়েবডেস্ক : করেনার ত্রাসে আতঙ্কিত গোটা দেশ । এরই মধ্যে আতঙ্ক বাড়াতে এল আরও এক মৃত্যু সংবাদ।
মঙ্গলবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন বছর চৌষট্টির বৃদ্ধ। এই নিয়ে ভারতে নোভেল করোনাভাইরাসের জেরে মৃত্যু হল তিন জনের। এ দিন সকালে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে। এই সংবাদ জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। বর্তমানে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে । ৩৯ জন রোগী আক্রান্ত হয়েছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাগপুর ও নাসিকে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছে রাজ্য সরকার। এ দিকে ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত প্রথম রোগীর চিকিৎসা করেছিলেন যে চিকিৎসক তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কর্নাটকের ৬৩ বছর বয়সী এই চিকিৎসককে সপরিবারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ দিন তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে বলে জানা গিয়েছে। তাঁকে নিয়ে কর্নাটকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দশে। প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে পশ্চিমবঙ্গে জুড়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022