ভারতে করোনার প্রথম শিকার, প্রাণ হারালেন কর্নাটকের এক বাসিন্দা

নিউজটাইম ওয়েবডেস্ক : চিন, ইটালি, মার্কিন ‌যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর ভারতেও করোনার সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। তবে এবার ভারতে এই প্রাণঘাতী ভাইরাসের শিকার হলেন কালবুর্গির বছর ৭৬-এর এক বৃদ্ধ। সৌদি আরব ফেরৎ ওই বৃদ্ধ নিউমোনিয়া ও শ্বাসকষ্ট  নিয়ে দিন দশেক আগে হাসপাতলে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন সেখানেই মঙ্গলবার মারা ‌যান তিনি।

প্রথম দিকে করোনাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও পরে পুণে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হয় নোভেল করোনায় আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। তারপরেই কর্নাটকের স্বাস্থ্য দফতরের তরফে সরকারিভাবে জানানো হয় ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

১২টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই করনার আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনু‌যায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪। এই সংখ্যা আরও বহাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় কেরলে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে দিল্লি ও হরিয়ানা সরকার।

আক্রন্তের সংখ্যা এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়লেও কোন ভাবে আতঙ্কে না থেকে প্রতিরোধের ওপর নজর দিয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এর সংক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোন বড় জমায়েত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু করোনা ভাইরাসকে ইতিমধ্যেই ‘বিশ্ব মহামারি’র তকমা দিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube