
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার কিছুটা কমল আক্রান্তের সংখ্যা। কিন্তু রবিবারের তুলনায় সোমবার ভারতে করোনাভাইরাসে মৃত্যু বাড়ল। তার জেরে মৃতের সংখ্যা প্রায় ১৪,০০০ ছুঁতে চলল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রবিবার আটটা পর্যন্ত) সেই সংখ্যাটা ছিল ৩০৮। সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা ১৩,৬৯৯। অবশ্য আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। শনিবার সকাল আটটা থেকে রবিবার আটটা পর্যন্ত দেশে রেকর্ড ১৫,৪১৩ জন সংক্রমিত হয়েছিলেন। পরবর্তী ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছেন ১৪,৮২১। আপাতত মোট সংক্রমিতের সংখ্যা ৪২৫,২৮২। তাঁদের মধ্যে এখনও করোনার কবলে রয়েছেন ১৭৪,৩৮৭। সেরে উঠেছেন মোট ২৩৭,১৯৫ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯,৪৪০।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022