
নিউজটাইম ওয়েবডেস্ক : লদাখ সীমান্তে হামলার জেরে, ইতিমধ্যেই ভারতে প্রায় ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এই সীদ্ধান্ত দেশবাসী অত্যন্ত সাগ্রহে স্বাগত জানিয়েছেন। এবার এই সীদ্ধান্তই কপালে ভাঁজ ফেলছে চিনের। এমনটাই আভাস দিল চিনা বিদেশ মন্ত্রক।
একটি সংবাদ সংস্থাকে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান জানান, এই সীদ্ধান্ত নিয়ে চিন প্রশাসন অত্যন্ত চিন্তিত। এবং এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, চিনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া যায়। তিনি বলেন, চিন সর্বদা বাণিজ্যিক ক্ষেত্রে সমস্ত রকম বিদেশ নীতির পালন করে এসেছে। এবং পড়শী রাষ্ট্রের কাছেও তাই আআশ করা হয়েছে। যদি চিন কোনোরকম বাণিজ্যিক নীতি লঙ্ঘন না করে থাকে তবে ভারতেরও তা করা উচিত না। চিনা বাণিজ্যিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি এক্ষেত্রে নীতি লঙ্ঘন করাই হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022