ভারতে অস্কার আনল ‘নাটু নাটু’,‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
1 week ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেল আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি। সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী অস্কার পুরস্কার পান। এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ পেয়ে এগিয়ে ছিল গানটি। এইবার অস্কার পেয়ে ইতিহাস তৈরি করল নাটু নাটু। রিয়ানা, লেডি গাগার মত প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে হয়ে রইল সেরা গান।এসএস রাজামৌলির পরিচালনায় রামচরন তেজা ও এনটিআর জুনিয়ারের রসায়ন ভারতবাসীর মনে আরও অনেকটা জুড়ে জায়গা করে নিল।
অন্যদিকে ভারতকে অস্কার এনে দিল কার্তিকি গনজালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এই গল্প এক অনাথ হাতিকে কেন্দ্র করে। ‘রঘু’ নামক ওই হাতির দেখাশোনা করে বেমান ও বেল্লি। মানুষ ও পশুর এই বন্ধুত্ব মন জয় করেছে বিচারকদের। বিদেশের মাটিতে এক টুকরো ভারতকেও তুলে ধরেছে।