
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেনা আমেরিকা। ভারত সফরে আসার আগে তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারতের যে বড় বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, তা পরে করার কথাই ভাবছেন তিনি। এমনকি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর সেটা হবে কি না, তাও নিশ্চিত করে বলতে পারছেন না বলে জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হওয়ার কথা। তবে সেই বড় চুক্তি পরে করার জন্য সরিয়ে রাখছেন তিনি। ২৪-২৫ ফেব্রুয়ারি দু দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। দু দেশের মধ্যে বাণিজ্য নিয়ে বড়সড় চুক্তি হওয়ার কথা।ভারত সফরে এসে ২৪ তারিখ বিকালে ঘণ্টা দুয়েকের জন্য স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কে নিয়ে তাজমহল দেখতে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের এই দুদিনের ভারত সফরের তালিকায় তাজমহল দর্শনের কথা জানানো হয়নি বলেই সরকারি সূত্রে খবর।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022