
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে জাতীয় সুরক্ষার স্বার্থ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। তার ৭২ ঘণ্টা কাটার আগেই এই সব অ্যাপগুলিকে নিজের প্লে স্টোর থেকে সরিয়ে নিল গুগল। আপাতত অস্থায়ী ভাবে এই অ্যাপগুলি বন্ধ করা হয়েছে বলে জানাল টেক সংস্থাটি।।
গুগল জানিয়েছে যে সরকারের নির্দেশ তারা এই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে। যে সব অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে, তার ডেভেলপারদেরও এই কথা জানিয়ে দিয়েছে গুগল। একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে গুগলের মুখপাত্র। সরকারের আদেশটি তারা খতিয়ে দেখছে বলেও জানিয়েছে গুগল। প্রসঙ্গত টিকটক সহ ৫৯টি অ্যাপ ব্যান হয়ে যাওয়ার পরের দিন থেকেই অধিকাংশ অ্যাপ আর গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছিল না। সার্চ রেজাল্টে টিকটক লিখলে কিছুই আসছিল না বা কোনও অনামি হোস্টের ঠিকানা আসছিল, যারা দাবি করছিল যে সেখান থেকে টিকটক করা যাবে। শ্যেইনের মতো কিছু অ্যাপ যদিও প্রাথমিকভাবে ব্যান হওয়ার পরেও ডাউনলোড করা যাচ্ছিল বলে দাবি করেন অনেকে। এবার অবশ্য সব পথ বন্ধ হয়ে গেল গুগল প্লে স্টোর থেকে ব্লক করে দেওয়ায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022