
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে দেশে পৌঁছচ্ছে রাফাল। চুক্তিমত ৫ টি রাফাল বিমান সোমবারই ফ্রান্স থেকে রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। আগামী ২৯শে জুলাই এই পাঁচটি বিমান ভারতে এসে পৌঁছবে। এইদিনই এই যুদ্ধ বিমান গুলি হরিয়ানার আম্বালার বায়ুসেনার অস্ত্র সজ্জার সাথে যুক্ত হবে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারী সংস্থা ডাসল্টের এই যুদ্ধ বিমান গুলি ফ্রান্সের বার্ডহ প্রদেশের মেরিগাঙ্ক এয়ারবেস থেকে সোমবার রওনা দেয় ভারতের উদ্দেশ্যে।
ফ্রান্সের সাথে ২০১৬ সালে চুক্তিতে ভারত ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি যুদ্ধ বিমান কেনে। এই পাঁচটি বিমান এরই প্রথম কিস্তি। ১২ জন আইএএফ বিমান চালক ও ক্রু এই রাফালে যুদ্ধ বিমান পরিচালনার জন্য প্রশিক্ষণ পেয়েছেন ইতিমধ্যেই। এই পাঁচটি বিমান ফ্রান্স থেকে ভারত পর্যন্ত প্রায় ৭০০০ কিলোমিটার যাত্রা করে পৌঁছবে। ফরাসি বিমান সংস্থার এই বিমান মাঝপথে সংযুক্ত আরব আমিরশাহীতে জ্বালানী নেওয়ার জন্য থামবে। ফ্রান্সের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, সময়সূচি অনুযায়ী ১০ টি রাফাল বিমান ভারতে যাওয়ার জন্য তৈরি। আপাতত পরীক্ষামূলক উড়ানের জন্য পাঁচটি বাদে বাকি পাঁচটি পাঠানো হল ভারতে। এরপর চুক্তিমত ৩৬ টি বিমানের বাকিগুলিও নির্ধারিত সময় ২০২১ সালের শেষ পর্যন্ত পৌঁছে যাবে ভারতে। ফ্রান্সের ভারতীয় দূত জাভেদ আশরফ, বিমান গুলি ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভারতীয় বিমান চালকদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022