ভারতের জন্য ফ্রান্স থেকে রওনা দিল পাঁচটি রাফাল বিমান, করোনা আবহেও নির্ধারিত সময়েই পাওয়া গেল ডেলিভারি

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে দেশে পৌঁছচ্ছে রাফাল। চুক্তিমত ৫ টি রাফাল বিমান সোমবারই ফ্রান্স থেকে রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। আগামী ২৯শে জুলাই এই পাঁচটি বিমান ভারতে এসে পৌঁছবে। এইদিনই এই ‌যুদ্ধ বিমান গুলি হরিয়ানার আম্বালার বায়ুসেনার অস্ত্র সজ্জার সাথে ‌যুক্ত হবে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারী সংস্থা ডাসল্টের এই ‌যুদ্ধ বিমান গুলি ফ্রান্সের বার্ডহ প্রদেশের মেরিগাঙ্ক এয়ারবেস থেকে সোমবার রওনা দেয় ভারতের  উদ্দেশ্যে।

ফ্রান্সের সাথে ২০১৬ সালে চুক্তিতে ভারত ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি ‌যুদ্ধ বিমান কেনে। এই পাঁচটি বিমান এরই প্রথম কিস্তি। ১২ জন আইএএফ বিমান চালক ও ক্রু এই রাফালে ‌যুদ্ধ বিমান পরিচালনার জন্য প্রশিক্ষণ পেয়েছেন ইতিমধ্যেই।

এই পাঁচটি বিমান ফ্রান্স থেকে ভারত প‌র্যন্ত প্রায় ৭০০০ কিলোমিটার ‌যাত্রা করে পৌঁছবে। ফরাসি বিমান সংস্থার এই বিমান মাঝপথে সং‌যুক্ত আরব আমিরশাহীতে জ্বালানী নেওয়ার জন্য থামবে।

ফ্রান্সের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, সময়সূচি অনু‌যায়ী ১০ টি রাফাল বিমান ভারতে ‌যাওয়ার জন্য তৈরি। আপাতত পরীক্ষামূলক উড়ানের জন্য পাঁচটি বাদে বাকি পাঁচটি পাঠানো হল ভারতে। এরপর চুক্তিমত ৩৬ টি বিমানের বাকিগুলিও নির্ধারিত সময় ২০২১ সালের শেষ প‌র্যন্ত পৌঁছে ‌যাবে ভারতে। ফ্রান্সের ভারতীয় দূত জাভেদ আশরফ, বিমান গুলি ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভারতীয় বিমান চালকদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

এই রাফাল বিমান বেশ কিছু হেভি ওয়েট অস্ত্র বইতে সক্ষম। মিটিওর এয়ার টু এয়ার মিসাইল, ও স্ক্যাল্প ক্রুজ মিসাইল এর মত শক্তিশালী অস্ত্র বইতে পারে ও চালাতে পারে এই বিমান। তবে শুধু তাই নয়, ভারতীয় সেনার জন্য এই বিমানগুলিতে ‌যুক্ত করা হয়েছে আরও বেশ কিছু ফিচার।

এই ৩৬টি রাফাল ‌যুদ্ধ বিমানে থাকবে ইজরায়েলি হেলমেট মাউন্ট ডিসপ্লে, র‍্যাডার ওয়ার্নিং রিসিভার, লোব্যান্ড জ্যামার, ১০ ঘন্টা ফ্লাইট ডেটা রেকর্ডিং, ইনফ্রা রেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিসটেম এর মত অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা। ভারতীয় বায়ু সেনা পক্ষ থেকেও এই ডেলিভারি গ্রহণ করার জন্যেও প্রস্তুত।

গত মাসেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিনিধি ফ্লোরেন্স পার্লির সাথে কথা বলেন। তখনই ফ্রান্সের তরফ থেকে জানানো হয়, করোনা আবহেও নির্ধারিত সময়েই পৌঁছবে ‌যুদ্ধ বিমান।

 

 

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube