
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে স্থগিত রাখা হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ-ব্রিটিশ বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর ট্রায়াল। বৃহস্পতিবার একথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)।
টিকা উৎপাদনকারী সংস্থার তরফে বলা হয়েছে, ‘আমরা (সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া) পরিস্থিতির পর্যালোচনা করছি এবং অ্যাস্ট্রাজেনেকা তা (ট্রায়াল) আবার শুরু না করা পর্যন্ত ভারতেও ট্রায়াল স্থগিত রাখছি। আমরা ডিসিজিআইয়ের (ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া) নির্দেশ মেনে চলছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে পারব না। এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনারা ডিসিজিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022