
নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন এই মার্কিন নেতা। আর তার আপ্যায়নে কোনও ত্রুটি রাখতে চাইছে না মোদীর দেশ। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের জন্য একাধিক রাজকীয় আয়োজন শুরু হয়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই আয়োজনের বিভিন্ন দিক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকতে চলেছেন আইইটিসি মৌরিয়াতে। দিল্লির চাণক্যপুরীর এই তারকাখচিত হোটেলেই থাকতে চলেছেন ট্রাম্প। যদিও এই বিষয়ে মুখ খুলছেন না কেউই. জানা গিয়েছে, হোটেল আইটিসি মৌরিয়ার গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল ফ্লোরে থাকতে চলেছেন ট্রাম্প। হোটেলের যে স্যুটে ট্রাম্প থাকবেন , ৪,৬০০ স্কোয়ারফুটের। থাকবে তইব মেহতার আঁকা বেশ কিছু রাজকীয় পেন্টিং। মনে করা হচ্ছে, সস্ত্রীক ট্রাম্পকে ভারতের তরফ থেকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখা হবেনা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022