
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
পঞ্চায়েত নির্বাচনের আগেই চাঞ্চল্য ভাঙড়ে।অস্ত্র সহ গ্রেপ্তার হলেন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। যিনি নিজেও এলাকায় সিপিএম তথা আই এস এফের একজন সক্রিয় কর্মী।ধৃতের নাম আনারুল জমাদার, তাঁর কাছ থেকে একটি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিঞ্জাসাবাদ করে জানতে চাইবে তিনি কোথা থেকে এই রিভলভার পেয়েছিলেন। রবিবার দুপুরে গোপন সূত্রে কাশীপুর থানার পুলিশ খবর পায় যে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ভাঙড় বাজার এলাকায় ঘোরাঘুরি করছেন সেটা বিক্রি করার জন্য।এই খবর পাওয়ার পরই কাশীপুর থানার সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা তাঁর টিম নিয়ে ভাঙড়ে যান এবং সেখানে খাল পাড় এলাকায় ভাঙড় নতুন ব্রিজের কাছে এক সন্দেহভাজন যুবককে আটক করেন। তাঁর কাছ থেকে একটি আগেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।ধৃত যুবক ভাঙড়ের তিন বারের পুরানো বিধায়ক বাদল জমাদারের ছোট ছেলে। যদিও সিপিএম নেতাদের দাবী এটা চক্রান্ত।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023