ভাঙল শচীনের রেকর্ড, করোনা মোকাবিলায় রায়নার অনুদানে খুশি প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবুও আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশের এই সংকটের দিনে বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রিড়া জগতের অনেকেই দেশের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে মোট ৫০ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন শচীন তেন্ডুলকর। এবার তাঁর রেকর্ড ভেঙে করোনা মোকাবিলায় মোট ৫২ লক্ষ টাকা অনুদান দিলেন সুরেশ রায়না।

জানা গিয়েছে, আর্থিক অনুদান হিসাবে প্রধানমন্ত্রীর তহবিলে তিনিদিয়েছেন ৩১ লক্ষ টাকা অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে দিয়েছেন ২১ লক্ষ টাকা। এদিন একটি ট্যইট করে দেশবাসীর উদ্দেশ্যে রায়না লেখেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। সকলকেই নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে। যে যেভাবে পারুন এগিয়ে আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। 

দেশের কঠিন পরিস্থিতিতে রায়নার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শচিন ও রায়না ছাড়াও ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন গৌতম গম্ভীর। অন্যদিকে ১০ লক্ষ টাকা ত্রান কার্যে তুলে দিয়েছেন পি ভি সিন্ধু। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube