
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৭ সালের পর কোটে গেছে দীর্ঘ আড়াই বছর? এতদিন অজ্ঞাতবাসে থাকার পর অবশেষে জনসমক্ষে এলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সুপ্রিমো বিমল গুরুং। তিনি একা নন এদিন তাঁর সঙ্গে ছিলেন সঙ্গী রোশন গিরিও।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছেলের বিয়ের অনুষ্ঠানে তাঁদের উপস্থিতির একটি ছবি এদিন ক্যামেরাবন্দি হয়। সেখানে হাসি মুখে নবদম্পতির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিমল গুরুং সহ রোশন গিরিকে। তাঁদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই উঠেছে বিতর্কের ঝড়।
বিমল গুরুং এবং তাঁর সঙ্গি রোশন গিরি এতদিন পর্যন্ত অজ্ঞাতবাসে ছিলেন। এমনকি তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার পাশাপাশি লুক আউট নোটিশ জারি করা হয়। ২০১৭ সালের স্বাধীনতা দিবসের দিন শেষ বারের মতো পতাকা তুলতে দেখা যায় বিমল গুরুংকে। তারপর থেকেই পাহাড়া শুরু হয় অশান্তি। আশান্তির আগুন এতটাই তীব্র হয় যেপাহাড় ছাড়েন বিমল গুরুং। তবে এতদিন পরে আবশেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছেলের বিয়ের রিসেপশন পার্টিতে দেখা গেল গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সুপ্রিমোকে। সেই ছবি প্রকাশ্যে এসতেই শুরু হয়েছে জল্পনা। তবে ছবিটি কতটা সত্য তা এখনও যাচাই করা সম্ভব হয়নি।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023