
।। প্রসেনজিৎ সাহা ।।
ভাঙড়: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার হল ভাঙ্গড়ে । এবার দুটি তাজা বোমা উদ্ধার হল কাশিপুর থানার কৃষ্ণ মাটি গ্রামে। স্থানীয় মানুষেরা রাস্তার পাশে ঝোপের মধ্যে দুটি তাজা বোমা দেখতে পান। স্থানীয়দের দাবি এক কিশোর নারকেল ভেবে একটি বোমা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। স্থানীয় মানুষরা বুঝতে পারেন ওটা নারকেল নয় বোমা। তারপরই বোমাটি উদ্ধার করে কাশিপুর থানায় খবর দেয়। কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে।
কে বা কারা অশান্তির ছক করার জন্য এলাকায় বোমা মজুত করছিল তা নিয়ে রাজনৈতিক তর্ক দেখা দিয়েছে ভাঙড়ে। তৃণমূলের দাবি আইএসএফ কর্মীরা এলাকায় অশান্তির জন্য বোমা মজুত করছিল। অভিযোগ উড়িয়ে পাল্টা আইএসএফ কর্মীদের দাবি শাসক দলই বোমা মজুত করছিল অশান্তি করার জন্য।
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023