
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। এমন অবস্থায় বাসের ভাড়া বাড়ানোর দাবি উঠেছিল অনেক আগে থেকেই। কিন্তু বর্তমানে ভয়ানক আর্থিক মন্দার কথা মাথায় রেখেই বাস ভাড়া বাড়ানোয় সায় দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি শুক্রবারই ঘোষণা করেন বেসরকারি ও মিনিবাসগুলিকে বর্তমান পরিস্থিতি সামাল দিতে ১লা জুলাই থেকে আগামী তিন মাস প্রতিমাসে বাসপিছু ১৫ হাজার টাকার আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। যাতে বেশি সংখ্যক বাস চলে ও সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা না হয়। কিন্তু এই সাহায্য নিতে নারাজ বাস মালিকেরা।
রবিবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানালেন সোমবার থেকে রাজ্যে চলবেনা কোনো বেসরকারি বাস। ভাড়া বাড়ানোই একমাত্র সুরাহা এমন পরিস্থিতিতে, জানান তাঁরা। শুক্রবার মুখ্যমন্ত্রী ঘোষণার পরই বৈঠকে বসে জয়েন্ট সিন্ডিকেট অব বাস কাউন্সিল, এবং সেখানেই স্থির হয় ভাড়া বৃদ্ধি না হলে সোমবার থেকে রাস্তায় নামবেনা বেসরকারি ও মিনি বাস। তাঁরা জানান, করোনা আবহে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে বাস চালাতে গিয়ে প্রত্যেক দিন প্রায় তিন হাজার টাকা ক্ষতি হচ্ছে বাস মালিকের। যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে সরকারি তরফ থেকে তা ক্ষতির অর্ধেকও পূরণ করবেনা তাদের। সোমবার মিনিবাস সমিতির তরফ থেকে জানানো হয়, এই পরিস্থিতিতে যদি কোনো মিনিবাস মালিক বাস বের করতে চান তবে তা করতে পারেন। এদিনই এই বিষয়ে মধ্যস্থতার জন্য পরিবাহন মন্ত্রী শুভেন্দু অধিকারির সাথে বৈঠকে বসেন বেশ কিছু বাস মালিকদের সংগঠন। প্রসঙ্গত, রাজ্যের ঘোষণা করা ভর্তূকীর জন্য খরচের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা, একথা শুক্রবারই জানান মুখ্যমন্ত্রী। করোনা আবহে সাধারণ মানুষের জন্য এমন পদক্ষেপের নজির গোটা দেশে নেই বলেই দাবি করছে বিভিন্ন মহল। এর সাথে সাথে মিনিবাস চালক কন্ডাক্টারদের ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর আওতায় এনে বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। এতে বেশ আপ্লুত বাস মালিক সংগঠন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022