
নিউজটাইম ওয়েবডেস্ক : গনেশ চতুর্থীর দিন বেলা ২টো নাগাদ মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে মনোনয়ন জমা দেওয়ার সময় যাতে কোনোরকম ভিড় না জড়ো হয় তার জন্য আগে থেকেই সতর্ক করেছিলেন দলের কর্মীদের। এদিন দুপুরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা, সঙ্গে ছিলেন চিফ এলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের স্ত্রী ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। দলনেত্রীর আবেদনে বিশেষ ভিড় জমায়নি দলের কর্মীরা।
ভবানিপুরের উপনির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছএ গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির তরফ থেকে প্রার্থী হচ্ছেন আইনজীবি প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এছাড়া বামেদের তরফ থেকে প্রার্থী হচ্ছেন আইনিজীবি শ্রীজীব বিশ্বাস। এই দুই প্রতিদ্বন্দ্বী এখনও মনোনয়ন জমা দেননি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022