ভগ্নদশা বাড়ির, তবুও আবাস যোজনা থেকে নাম তুলে নিলেন পঞ্চায়েত প্রধান

নিউজটাইম ওয়েবডেস্ক : আবাস যোজনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রধান মন্ত্রী আবাস যোজনায় তাদেরই নাম থাকার কথা, যাদের মাথার উপর পাকা ছাদ নেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখা গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘুঘুর বাস। তালিকায় যাদের নাম রয়েছে তাদের অধিকাংশেরই প্রাসাদপম অট্টালিকা। যাদের বাড়ি নেই, তারাই বঞ্চিত। একে একে যখন আবাস যোজনা নিয়ে দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে তখন নজিরবিহীন কাজ করলেন এক পঞ্চায়েত প্রধান।  

পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের অন্তর্গত নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান চাঁদু সিং। পেশায় দিনমজুর তিনি। বাড়ি বলতে কোনরকম মাথা গোজার ঠাঁই। তাও একেবারে ভগ্নদশা। তবুও আবাস যোজনার প্রাপ্ত ঘর তিনি নিলেন না। নিজের দুর্দশার তোয়াক্কা না করে বরং সাহায্য করতে চাইলেন অন্য কাউকে। তাই আবাস যোজনার তালিকা থেকে বাদ দিলেন নিজের নাম।

তিনি এদিন জানান,নারুগ্রাম পঞ্চায়েতের ২৯০০ জনের নাম এসেছিল আবাস যোজনার তালিকায়। এরপর ১৮০০ জনের নাম আসে।  আশা কর্মীরা সার্ভে করার পর ১৪২৫ জনকে ঘর পাওয়ার যোগ্য বলে গণ্য করা হয়। এরপর দেখা যায় গ্রামে এখনও পর্যন্ত প্রচুর ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি রয়েছেন যারা কিন্তু এখনো ঘর পাননি।তাই জন্যই তিনি নিজের নাম তুলে নিয়েছেন তালিকা থেকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube