ভক্তদের জন্য এক নতুন ‘টনিক’ নিয়ে হাজির দেব, প্রকাশ্যে ছবির পোস্টার
3 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : ৮ থেকে ৮০ সকলের জন্য এবার এক বিশেষ ‘টনিক’ নিয়ে এলেন দেব। তবে এই ‘টনিক’ যে কোন খাওয়ার টনিক নয় তা এদিন স্পষ্ট করলেন টলিউড অভিনেতা তথা প্রযোজক দেব। এদিন মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘টনিক’র পোস্টার।
চলতি বছর গ্রীষ্মের ছুটিতে দর্শকদের সামনে আসছে দেবের এই ছবি। যৌথভাবে ছবির প্রযোজনা করছেন দেব ও বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরি। এছাড়া ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গাঙ্গুলী।
দেব ছাড়াও ‘টনিক’ ছবিটিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী দত্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়। পোস্টার রিলিজের দিনই তাঁদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন দেব এবং অতনু রায়চৌধুরি। ‘টনিক’ সিনেমা দিয়ে দেড় বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন কনীনিকা।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ‘কিশমিশ’ ছবির পোস্টার। যদিও দেব ও -রুক্মিণী অভিনীত এই ছবিটি এবছর পুজোতে মুক্তি পাবে। তবে তার আগের আসতে চলেছে দেবের অপর ছবি ‘টনিক’। ২০২০ সালে দেবের সামনে এখন তিনটি বড়া কাজ। গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে টনিক। তারপরেই পুজোতে মুক্তি পাবে কিশমিশ, সেই সঙ্গে এবছরই চলবে গোলন্দাজের শ্যুটিং। সব মিলিয়ে দেব যে এখন বেশ ফর্মে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।