
নিউজটাইম ওয়েবডেস্ক : মুক্তি পাওয়ার আগে থেকেই বিতর্ক তৈরি করেছিল পাঠান। সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেতেই দীপিকার পোশাকের রং নিয়ে উত্তাল হয়েছিল এক দল মানুষ।দীপিকার গেরুয়া রঙের পোশাক পরিধানে সংস্কৃতিতে আঘাত লেগেছে, এমন অভিযোগও উঠেছিল। ‘পাঠান’ সিনেমা বয়কট করার ডাকও উঠেছিল। কিন্তু সেসবের তোয়াক্কা না করে বক্স অফিসে সফল হয়েছে পাঠান।
এক এক করে ১০০০ কোটি টাকারও বেশি আয় করে ফেলল বক্স অফিসে।শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরেও সফল পাঠান। সারা দেশে ইতিমধ্যে ৬২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান। এবং দেশের বাইরে আয় করেছে ৩৭৭ কোটি টাকা। সব মিলিয়ে ১০০০ কোটি টাকার সীমানা পেরিয়ে গিয়েছে ‘পাঠান’। আরও ভালো ব্যবসা করতে পারলে ‘বাহুবলি’কেও টেক্কা দেবে পাঠান, এই ধারণাই ভক্তদের।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023