
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বড় দায়িত্বে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিযুক্ত হলেন মহারাজ। এর আগে তিনি দিল্লি ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন। এবার দিল্লিতে ফিরলেন আরও বড় দায়িত্ব নিয়ে। বলা যায় সর্বোচ্চ পদ। মাঠ ও মাঠের বাইরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রইল তাঁর হাতেই।
আবার জুটি বাঁধছেন দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে। তবে এবারের আইপিএলে ঋষভ পন্থকে পাবে না দিল্লি ক্যাপিটালস। সেই অভাব পূরণ করার চ্যালেঞ্জ সৌরভদের। বাংলার জোরে বোলার মুকেশ কুমার এবার দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন। মহারাজের পরামর্শ তিনি পাবেন। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সৌরভের সম্পর্ক খুব ভাল। বোর্ড প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ার পর ফের ফিরলেন পুরনো ফ্র্যাঞ্চাইজিতে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023