
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও বড়সড় ফাটল ধরল পুরীর জগন্নাথ মন্দিরে। এবার ফাটল দেখা গেল নাটমণ্ডপে। আরটিআই(RTI) এর এক কর্মী এই কথা জানিয়েছেন।এএসআই(ASI)অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, এই মন্দিরের সংস্কারের দায়িত্ব নিয়েছেন। তাঁরা দায়সারা কাজ করছেন বলে অভিযোগ।
মন্দিরের সেবাইতরা বলছেন, বারবার ফাটল দেখা দিচ্ছে মন্দিরে। মন্দির সুরক্ষিত নয়। এমনকি প্রত্যাকদিন যে লাখ লাখ ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন, তাঁদের জীবন সুরক্ষিত নয়, এমন অভিযোগ উঠছে। যদিও এএসআই বলছেন, খুব তাড়াতাড়ি মন্দিরের ফাটলগুলির সংস্কার করা হবে। অন্যদিকে এই ঘটনা ‘অশুভ ইঙ্গিত’ বলে দাবি করছেন ভক্তদের একাংশ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023