বড়সড় ফাটল পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপে,‘অশুভ ইঙ্গিত’ বলছেন ভক্তরা

নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও বড়সড় ফাটল ধরল পুরীর জগন্নাথ মন্দিরে। এবার ফাটল দেখা গেল নাটমণ্ডপে। আরটিআই(RTI) এর এক কর্মী এই কথা জানিয়েছেন।এএসআই(ASI)অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, এই মন্দিরের সংস্কারের দায়িত্ব নিয়েছেন। তাঁরা দায়সারা কাজ করছেন বলে অভিযোগ।

মন্দিরের সেবাইতরা বলছেন, বারবার ফাটল দেখা দিচ্ছে মন্দিরে। মন্দির সুরক্ষিত নয়। এমনকি প্রত্যাকদিন যে লাখ লাখ ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন, তাঁদের জীবন সুরক্ষিত নয়, এমন অভিযোগ উঠছে। যদিও এএসআই বলছেন, খুব তাড়াতাড়ি মন্দিরের ফাটলগুলির সংস্কার করা হবে। অন্যদিকে এই ঘটনা ‘অশুভ ইঙ্গিত’ বলে দাবি করছেন ভক্তদের একাংশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube