
নিউজটাইম ওয়েবডেস্ক : একেই শীতের মরশুম, তার উপর ২৫শে ডিসেম্বর, বড়দিন। আর তাই মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভীড়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মাইথন জলাধার ঘেঁষে পিকনিকের আমেজে দেখা গেল । এ রাজ্য ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন এদিন।
প্রাকৃতিক মনোরম পরিবেশ , ছোট ছোট দ্বীপ ও নীল জলরাশির যুগলবন্দী তে মাইথন জলাধার হয়ে ওঠে মোহময়। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পর্যটকেরা। পর্যটকদের সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। যেকোনও রকপ পরিস্থিতি মোকাবিলা করতে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবকেরাও।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023